লেভারকুসেনকে হারিয়ে ৬১ বছর পর শিরোপা জিতল আতালান্তা
১৯৬২-৬৩ মৌসুমে ইতালিয়ান কাপের ফাইনালে তোরিনোকে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরেছিল আটালান্টা। এরপর ৬০ টি বসন্ত পেরিয়ে গেলেও কোনো শিরোপার স্বাদ পায়নি ইতালিয়ান ক্লাবটি। অবশেষে ধরা দিল শিরোপা, ইউরোপা লিগের ফাইনালে জার্মান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেনকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের ক্লাব ইতিহাসের দ্বিতীয় শিরোপা জিতলো আটালান্টা। দুর্দান্ত এক হ্যাটট্রিকে ম্যাচের নায়ক হয়ে উঠলেন নাইজেরিয়ান স্ট্রাইকার অ্যাডেমোলা লুকম্যান।
বুধবার (২২ মে) ডাবলিনের আভিভা স্টেডিয়ামে লেভারকুসেনের মুখোমুখি হয় আটালান্টা। চলতি মৌসুমে ৫১ ম্যাচ অপরাজিত থাকার ইউরোপিয়ান রেকর্ড গড়ে এবং পাঁচ ম্যাচ হাতে রেখে প্রথমবারের মতো বুন্দেসলিগা জয়ের রেকর্ড গড়ে এদিন খেলতে নামে লেভারকুসেন। অনেকের চোখেই তারা ছিল ফেভারিট। কিন্তু, ম্যাচ শুরু হতেই বদলে যেতে থাকে সবকিছু।


ম্যাচের ২৬ মিনিটে আবারও গোলের দেখা পায় ইতালিয়ান ক্লাবটি। ২৬ মিনিটে দারুণ প্রেসিংয়ে লেভারকুসেনের বক্সের কাছাকাছি বল পান লুকম্যান। এরপর প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কাটিয়ে বক্সের বাইরে থেকে নেয়া শটে নিজের ও দলের দ্বিতীয় গোল আদায় করে নেন নাইজেরিয়ান এ উইঙ্গার।
তবে এরপরেও জাবির দলের ওপর ভরসা ছিল ভক্তদের। চলতি মৌসুমে কম কামব্যাক তো করেনি দলটি। দুই গোলে পিছিয়ে থেকেও ফিরে এসেছে চারবার। ইউরোপা লিগের সেমিতেও ছিল এমন কিছু। বিরতির পর জোসেফ স্টানিসিকের বদলে বোনিফেসকে মাঠে নামান আলোনসো। এবার খেলায় কিছুটা গতি এলেও আতালান্তার কৌশল আবারও ফাটল ধরায় লেভারকুসেনের পরিকল্পনায়।
একের পর এক আক্রমণে জার্মান ক্লাবটির ম্যাচে ফেরার পথ বন্ধ করে দেন। এরপর ম্যাচের ৭৫ মিনিটে আরেকটি দারুণ গোলে নিজের হ্যাটট্রিক পূরণ করেন লুকম্যান। তাতেই লেখা হয়ে যায় ম্যাচের ভাগ্য। অপরাজিত মৌসুম শেষ করার বিরলতম রেকর্ডের খুব কাছ থেকেই ফিরতে হয়েছে লেভারকুসেনকে। বিপরীতে ৬১ বছর পর কোনো শিরোপা নিয়ে উল্লাস করে আতালান্তা।