রাজশাহীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ২

রাজশাহী সংবাদদাতা:রাজশাহী সংবাদদাতা:
প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২৪

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। শনিবার (২৯জুন) রাত ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কামারপড়া-অভয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের নাম রতন। অন্যজনের নাম জানা যায়নি। আহতদের গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন এসব তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস আর চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশ্যে আসছিল মদিনা ট্রাভেলসের বাসটি। রাতে অভয়নগর এলাকায় পৌঁছালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এই ঘটনায় আহত অবস্থায় ১২ জনকে উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোদাগাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন আরও জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।