‘কোন সন্দেহ ছাড়াই এটা আমার শেষ ইউরো কাপ’
ফ্রাঙ্কফুর্টে গতকাল সোমবার রাতে শেষ ষোলোয়স্লোভেনিয়া ও পর্তুগালের মধ্যকার ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারে ৩-০ ব্যবধানে জিতেছে সাবেক চ্যাম্পিয়নরা।
তবে দুই দলের এবারও হাড্ডাহাড্ডি লড়াই হলো। সোমবার নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলায় কোনও দলই গোল পায়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতল পর্তুগাল।


রোনালদোর বয়স বর্তমানে ৩৯। ইউরো চ্যাম্পিয়নশিপ হয় চার বছর পর পর। বয়স বিবেচনায় রোনালদোর পরের ইউরো খেলা নিয়ে কিছুটা সংশয়ে ছিলেন ভক্তরা। তবে, রোনালদো ম্যাচের পর নিজেই জানিয়ে দিলেন এটাই তার শেষ ইউরো।
পর্তুগিজ পত্রিকা ও‘জোগোকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, `কিন্তু আমি আবেগাপ্লুত নই। আমি সব কিছু ছাপিয়ে এগিয়ে যাচ্ছি পূর্ণ উদ্যম নিয়ে। আমি সমর্থক, পরিবার এবং যারা আমাকে ভালোবাসে তাদের দেখে অনুপ্রেরণা পাই।‘
রোনালদোর আর নিজেকে প্রমাণের কিছু নেই। এমনটাই মনে করে এই ইউরো জয়ী ফুটবলার বলেন, `ফুটবল ছেড়ে দেওয়াটা বিষয় নয়, আমার এখানে জয় ছাড়া অন্য কি বিকল্প আছে? এখানে আমরা এক পয়েন্ট বেশি বা কমের জন্য আসিঞ্জ। মানুষকে খুশি করতে পারাটাই আমাকে অনুপ্রেরণা দেয়।’
রোনালদো সব সময়ের মতো এই ম্যাচেও কেন্দ্রবিন্দুতে ছিলেন। অপ্রতিরোধ্য প্রচেষ্টা সত্ত্বেও তিনি ম্যাচের সময় গোলের দেখা পাননি। একের পর এক সুযোগ মিসের হতাশায় শেষমেশ কেঁদে ফেলেন এই বিশ্বসেরা তারকা। যদিও পরবর্তীতে পর্তুগিজ গোলরক্ষক কস্তার একের পর এক সেভ মান বাঁচায় এই তারকা ফুটবলারের।