ভুরুঙ্গামারীর সোনাহাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার (৮ জুলাই) উপজেলার সোনাহাট ইউনিয়নের চর-বলদিয়ার বেরিবাঁধের মুখ, মধ্যের চর ও টাবুর চর কালু গোয়ালের বাড়ী এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করেন সোনাহাট ইউপি চেয়ারম্যান মায়নুল ইসলাম লিটন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা লিটন মিয়া, ইউপি সদস্য আকবর আলী।


সোনাহাট ইউপি চেয়ারম্যান মায়নুল ইসলাম লিটন বলেন, উপজেলা প্রশাসন থেকে আড়াই মে.টন চাল বরাদ্দ পেয়েছি। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকার বন্যা দুর্গত ১শ৫০ পরিবারের মাঝে দেড় মে.টন চাল বিতরণ করা হয়েছে। বাকী ১ মে.টন চাল আগামীকাল বিতরণ করা হবে।