কলম্বাসের কাছে ৩ গোল খেয়ে মেসিবিহীন মায়ামির বিদায়
সেই কোপা আমেরিকার পর থেকে মাঠে নেই চোটাক্রান্ত লিওনেল মেসি। তাকে ছাড়াই লিগস কাপ খেলছিল ইন্টার মায়ামি। কিন্তু মেসিকে ছাড়া তারা বেশিদূর যেতে পারল না। কলম্বাস ক্রুর কাছে ৩-২ গোলে হেরে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ক্লাব নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে মায়ামি।
যদিও ম্যাচে আগে গোল পায় মায়ামি। প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোহাসের গোলে ম্যাচের ১০ মিনিটে এগিয়ে যায় জেরার্ডো মার্তিনোর দল। ৬২ মিনিটে মায়ামির গোল ব্যবধান দ্বিগুণ করেন আরেক প্যারাগুইয়ান দিয়েগো গোমেজ।
এরপর শুরু হয় কলম্বাসে প্রত্যাবর্তনের গল্প। ২-০ গোলে পিছিয়ে পড়া কলম্বাস সমতায় ফেরে মাত্র ৩ মিনিটের ব্যবধানে। ৬৭ মিনিটে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজের পর ৬৯ মিনিটে গোল করেন দিয়েগো রসি।
এর ১১ মিনিট পর উরুগুয়ের তারকা রসির দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয় কলম্বাসের। আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলবে তারা।
এদিকে শেষ ষোলোর আরেকটি ম্যাচে মেক্সিকোর টাইগার্সকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক সিটি।