ভুয়া মুক্তিযোদ্ধাদের ব্যাপারে সিদ্ধান্ত আজ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৪

তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে বুধবার (১৪ আগস্ট) সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

তিনি বলেন- একটা সুবিধাভোগী শ্রেণি হিসেবে মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করেছে বিগত স্বৈরাচারী ব্যবস্থা। সেই কারণে মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও আত্মত্যাগকে পুনর্গঠনের জন্য সত্যিকার মুক্তিযোদ্ধাদের মতামত নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকার বিষয়ে আজকেই মন্ত্রণালয়ের সবার সঙ্গে বসে আমরা একটা সিদ্ধান্তে যাব।

বুধবার (১৪ আগস্ট) সকাল সোয়া ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে করেন তিনি। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই উপদেষ্টা।

তিনি আরও বলেন, ইতিহাসের তালিকার থেকে যতটুকু সত্য পাওয়া আপনাদের সামনে তুলে ধরা হবে। সেই অনুযায়ী সংস্কার করা হবে।

এসময় তার সঙ্গে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সাভার উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Nagad