‘গণত্রাণ’ কর্মসূচি: দুইদিনে টিএসসিতে ১ কোটি ২৬ লাখ টাকা সংগ্রহ
দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে চলছে ‘গণত্রাণ’ কর্মসূচি। গত দুইদিনে অনলাইন ও অফলাইনে সর্বমোট ১ কোটি ২৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা সংগ্রহ করা হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান সংগটনঠির অফিসিয়াল ফেসবুক পেইজে এ ঘোষণা দেন।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, শুধু শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত আমাদের কালেকশন নগদ ১ কোটি ২৬ লাখ ২২ হাজার ১৭২ টাকা। এখনও কালেকশন চলমান আছে। ব্যাংক এবং বিকাশের হিসাব এখনও হাতে আসেনি।
তিনি আরও বলেন, ত্রাণ এত এসেছে যে টিএসসির গেমসরুম আর ক্যাফেটেরিয়ায় জায়গা ধরছে না। এখন বারান্দায় রাখতে হচ্ছে। শুধু ত্রাণ সংগ্রহ করছেন কমপক্ষে দুই শতাধিক মানুষ, আর গোছগাছ করছেন আরও দুই শতাধিক মানুষ। লাইন ধরে দাঁড়িয়ে কালেকশন চলছে। একজনের হাত থেকে আরেকজন নিচ্ছেন। এভাবে চেইন মেইনটেইন করে টিএসসির গেট থেকে ক্যাফেটেরিয়া পর্যন্ত লাইন। দেখতেও ভালো লাগে এমন একতার বাংলাদেশ।
এর আগে ঢাবির টিএসসিতে ত্রাণ দিতে সব ধর্মের মানুষের ঢল নামে। ছোট থেকে শুরু করে সব পেশাজীবী মানুষ এ ত্রাণে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ভারতীয় ঢল আর ভারি বৃষ্টিতে বন্যা কবলিত হয়েছে দেশের ১২টি জেলা। ভারি বৃষ্টিপাত ও প্রবল স্রোতের কারণে বন্যার পানিতে ডুবে, পাহাড় ধসে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোমবার (১৯ আগস্ট) থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১৩ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও দুজন।