বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১ দিনের বেতন দিল দক্ষিণ সিটি করপোরেশন
দেশের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল’ এ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়েছে।
আজ বুধবার (২৮ আগস্ট) বিকালে ঢাদসিক প্রশাসক ড. মুহঃ শের আলী করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থের (১৪ লক্ষ ৯১ হাজার ছয়শত আটান্ন টাকা) চেক স্থানীয় সরকার সচিব আবু হেনা মোরশেদ জামানের নিকট হস্তান্তর করেন।
প্রসঙ্গত-মন্ত্রণালয় জানিয়েছে, ১১ জেলায় চলমান বন্যায় ৯ জেলায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে কুমিল্লায় ১২ জন, ফেনী-২, চট্টগ্রামে-৫, খাগড়াছড়ি-১, নোয়াখালী-৬, ব্রাহ্মণবাড়ীয়া-১, লক্ষ্মীপুর-১ ও কক্সবাজারে ৩ জন মারা গেছে। তবে মৌলভীবাজারে দুই ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন।