সাফ চ্যাম্পিয়ন দল ও শান্তদের সংবর্ধনা দেবে অন্তর্বর্তী সরকার
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়ন বাংলাদেশ দল এবং পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ী ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় এই বৈঠক হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানান।
গতকাল বুধবার নেপালের কাঠমান্ডুর কাছেই আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগে সেমিফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। বয়সভিত্তির এই প্রতিযোগিতায় এটিই বাংলাদেশের প্রথম শিরোপা। এই শিরোপা উৎসর্গ করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের।
অন্যদিকে, গত ২৬ আগস্ট পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। সাদা পোশাকের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়। টেস্টে এই প্রথম এল ১০ উইকেটের জয়। পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষেও এই জয় প্রথম।