পোস্টিংয়ের নামে পুলিশ সদস্যদের সঙ্গে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৪

গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে। বদলির এই বিষয়টিকে পুঁজি করে পোস্টিংয়ের ভয় দেখিয়ে একটি চক্র পুলিশ সদস্যদের কাছে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে এ ধরনের প্রতারক থেকে সবাইকে সতর্ক করেছে পুলিশ হেডকোয়ার্টার।

শনিবার (৩১ আগস্ট ) দুপুরে এক বিবৃতিতে এ তথ্য জানায় পুলিশ হেডকোয়ার্টার।

বিবৃতিতে বলা হয়েছে, একটি চক্র পুলিশ সদস্যদেরকে বিভিন্ন ইউনিটে পোস্টিংয়ের ভয় দেখিয়ে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

এতে আরও বলা হয়, প্রতারক চক্র গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।