কর্পোরেট মিটআপ: অনলি ওয়ান কমপ্লিট ব্রান্ড পিসি ‘গিগাবাইট’

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৪

শতাধিক কর্পোরেট ব্যবসায় অংশীদারদের অংশগ্রহণে রাজাধানীর স্মার্ট জহির টাওয়ারের রুফটমপের হলরুমে অনুষ্ঠিত হলো দ্বিতীয় প্রান্তিকের গিগাবাইট কর্পোরেট মিটআপ। অনুষ্ঠানে একটি ব্র্যান্ড পিসি তৈরির জন্য প্রয়োজনীয় গিগাবাইটের সকল কমপোনেন্টের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। দাবি করা হয়, একমাত্র গিগাবাইটের-ই রয়েছে একটি পিসি’র সব ধরনের কম্পোনেন্ট। এ কারণেই দেশে একমাত্র গিগাবইটেরই রয়েছে একটি কমপ্লিট ব্র্যান্ড পিসি তৈরীর সকল কম্পনেন্ট। এটা ব্যবসায়ীদের জন্য গর্বের বলে মনে করে গিগাবাইট বাংলাদেশ কর্তৃপক্ষ।

সোমবার (২ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত এই মিটআপে গিগাবাইটের নিজস্ব ল্যাপটপ, মাদারবোর্ড, কেসিং, মিনিটর গেইমিং এআই ল্যাপটপ, কুলার, পাওয়ার সাইপ্লাই ইত্যাদি পণ্য প্রদর্শনী করা হয়।

অনুষ্ঠানে গিগাবাইট এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ম্যানেজার এলান সু,স্মার্ট টেকনোলজিস পরিচালক জাফর আহমেদ, ম্যানেজার আলমগীর হোসেন এবং গিগাবাইট বাংলাদেশের কন্ট্রি ম্যানেজার খাজা মোঃ আনাস খান বক্তব্য রাখেন।

এসময় জানানো হয়, গিগাবাইট এর ডিজিটাল ডিভাইসের মান নিশ্চিত করার পাশাপাশি বিক্রয়োত্তর সেবা দেয়ার জন্য স্মার্ট টেকনোলজিস এর সবচেয়ে বড় সার্ভিস সেন্টার থেকে গ্রাহকের সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়।

অ্যালান সু বলেন, বিশ্বজুড়েই গিগাবাইট পণ্যের বাজার বাড়ছে। বাংলাদেশে গিগাবাইটের সব পণ্যই আছে। অনলাইন ও অফলাইনে সব ভাবেই পাওয়া যায়। আমরা গ্রাহকের চাহিদা অনুযায়ী এসব সরবরাহ করি।

স্মার্ট টেকনোলজিস এর গিগাবাইট প্রোডাক্ট ম্যানেজার তানজিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে জাফর আহমেদ বলেন, প্রতিদিনই আমরা বিজনেস ডেভেলপমেন্ট করছি। ব্যবসায়ী অংশীদাররাই আমাদের শক্তি। আপনাদের মাধ্যমেই আমরা আমাদের কমিটমেন্ট রাখছি।

Nagad

আনাস খান বলেন, বাংলাদেশে গিগাবাইট কর্পোরেটে জায়ান্ট। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। গত দুই বছরে গিগাবাইট এর বৈশ্বিক সার্ভারের আয় হয়েছে মোট বাজার আয়ের দ্বিগুণ। আমরা সব কিছু পারলেও করপোরেট অংশীদাররা সব কিছু জানেন না। তিনি বলেন -আমাদের এআই গেমিং ল্যাপটপ বেশ সাড়া ফেলেছে। আমরা সবসমই টেকসই প্রযুক্তি বিক্রি করি। এমন পিসি আমরা বিক্রি করি যা দিয়ে সব কাজই করা যায়, ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যবোধ করেন। আর এই পণ্যের দাম বাড়া-কমার ওপর আমাদের কোনো হাত থাকে না। এটি নির্ভর করে ডলারের দাম বাড়ার উপর।

অনুষ্ঠানে বিভিন্ন কর্পোরেট অফিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।