নবীন সরকারি কর্মকর্তাদের সৎ থাকার আহ্বান শিক্ষা উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪

নবীন সরকারি কর্মকর্তাদের দেশের মানুষের জন্য সৎ থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, ছাত্র -জনতার আন্দোলনের মধ্য দিয়ে সৃষ্ট দেশকে সামনে এগিয়ে নিতে সম অধিকারের ভিত্তিতে কাজ করা হবে।

তিনি আরও বলেন, জবাবদিহিতা নিশ্চিত করতে পারলেই দেশ এগিয়ে যাবে। দেশে বিভিন্ন খাতে দুর্নীতি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে। সকলকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান তিনি। কার্যকর প্রশাসন তৈরি করতে সকলে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৪ সেপ্টেম্বর) সাভারের বিপিএটিসিতে ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় জবাবদিহিতার মধ্য দিয়ে দায়িত্ব পালনে সকল কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।