মোংলায় হিন্দু সম্প্রদায়’র সাথে জামায়াতের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৪

মোংলায় হিন্দু সম্প্রদায়’র সাথে জামায়াতের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে মিঠাখালী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে খাসেরডাঙ্গা শান্তিময়ি নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয় অডিটরিয়ামে এ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াত নেতা সুলতান মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মংলা উপজেলার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মোহাম্মদ কহিনুর সরদার, মিঠাখালী ইউনিয়নের আমির মাওলানা নূর মোহাম্মদ হেলালী, মিঠাখালী ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ রশিদুজ্জামান শিশির প্রাক্তন শিক্ষক সুদর্শন মিস্ত্রী সহ অন্যান্যরা।

বক্তারা বলেন-জামায়াতকে যেমন হিন্দু-বিরোধী অপপ্রচার দেওয়া হয়েছে, তেমনি হিন্দুদেরও আওয়ামী লীগের একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। এ জন্য হিন্দুদেরও যেমন জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে কাজ করতে হবে, তেমনি জামায়াতকেও হিন্দু মানেই আওয়ামী লীগ এই ‘তকমা’ দূরীকরণে কাজ করতে হবে। আমরা হিন্দুসহ ভিন্ন ধর্মাবলম্বীদের সুরক্ষায় জামায়াতের পক্ষ থেকে দুটি দাবি নিয়ে দাঁড়িয়েছি। প্রথমত, রাষ্ট্রীয়ভাবে হিন্দু সম্প্রদায়কে সুরক্ষার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, স্বাধীন কমিশন করে হিন্দু সহ ভিন্ন-ধর্মাবলম্বীদের ওপর হামলা-নির্যাতনের বিচার করতে হবে। জামায়াত হিন্দুদের ওপর আঘাতে বিশ্বাস করে না। আমাদের ওপর তাদের পুরোপুরি আস্থা আছে। এটা আমাদের আদর্শিক দায়িত্ব। জামায়াত এই আদর্শিক দায়িত্ব থেকেই সারাদেশে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও বাসা-বাড়ির নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে।

হিন্দু-বৌদ্ধসহ অন্যান্য ধর্মীয় নেতাদের উদ্দেশে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক কহিনুর সরদার বলেন- রাষ্ট্রীয় নিরাপত্তার বাইরেও যদি আপনারা আপনাদের নিরাপত্তায় জামায়াতকে প্রয়োজন মনে করেন, যেকোনো সময়েই আমাদেরকে ফোন করবেন, আমরা সর্বোচ্চ সামর্থ্য নিয়ে আপনাদের পাশে দাঁড়াব।

Nagad