এবার খাগড়াছড়িতেও ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি সংবাদদাতা:খাগড়াছড়ি সংবাদদাতা:
প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৪

দীঘিনালায় দুই পক্ষের সংঘাতের জেরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবার খাগড়াছড়ি পৌরসভায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে রাত ৯ টা পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, যেকোনো ধরনের সহিংসতা রোধে এ ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উদ্ভুত পরিস্থিতি মোকবেলায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১৪৪ ধারা মতে নিষেধেজ্ঞা আরোপ করা হয়েছে।

এদিকে শুক্রবার সকালে জেলা প্রশাসক মো. শহীদুজ্জামান, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ও পুলিশ সুপার আরিফিন জুয়েল দীঘিনালার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠনসহ দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দেন তারা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে জেলার দীঘিনালায় লারমা স্কয়ারে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে দুর্বৃত্তরা বাজারে আগুন দিলে অর্ধশতাধিক দোকানপাট পুড়ে যায়।

একই ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে জেলা সদরের স্বনির্ভর ও নারানখাইয়া এলাকায় গুলিতে ৩ জন নিহত ও আরও ৯ জন আহত হন। নিহতরা হলেন – জুনান চাকমা (২০), ধনঞ্জয় চাকমা (৫০) ও রুবেল (৩০)।

Nagad

উল্লেখ্য, বুধবার ভোরে খাগড়াছড়ি সদরে মো. মামুন নামে এক যুবককে চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই সহিংসতার ছড়িয়ে পড়েছে।