পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্ব, ভাতিজার হাতে চাচা খুন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করিয়াটা গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত বাবলু মিয়া উপজেলার করিয়াটা গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাবলু মিয়া (৫৫)।
বুধবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো।


স্থানীয়রা জানান, উপজেলার হোসেনপুর ইউনিয়নের কোরিয়াটা গ্রামের বাসিন্দা ভাতিজা মতিয়ার ও চাচা বাবলু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে মঙ্গলবার বিকেলে মতিয়ার রহমানের সঙ্গে চাচা বাবলু মিয়ার তর্ক হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় মতিয়ার রহমান তার হাতে থাকা ছুরি দিয়ে বাবলু মিয়াকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই বাবলু মিয়া মারা যান। এ ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে বাবলু মিয়ার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।’