সাকিব আল হাসানের বদলে দলে স্পিনার হাসান মুরাদ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪

সংগৃহীত ছবি

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে সাকিব আল হাসানের বদলে বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। শুক্রবার (১৮ অক্টোবর) এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এর আগে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত স্কোয়াডে সাকিব আল হাসানকে রাখা হয়েছিল। তবে নিরাপত্তাসহ নানা জটিলতায় শেষ পর্যন্ত দেশে আসতে পারেনি সাকিব। সেই জায়গায় এবার সুযোগ পেলেন মুরাদ।

প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।