দক্ষিণ আফ্রিকার মুল্ডারের আঘাতে লণ্ডভণ্ড বাংলাদেশের টপ অর্ডার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। মিরপুরের ‘স্পিন ফাঁদ’র কথা মাথায় রেখে দল সাজিয়েছে বাংলাদেশ। কিন্তু প্রথম দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকা সাফল্য পেল পেস বোলিংয়েই।দলটির পেসার উইয়ান মুল্ডার একাই তিনবার আঘাত হেনেছেন। আর তাতে চাপে পড়ে গেছে বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল দশটায় শুরু হওয়া এই ম্যাচে নতুন বলে বাংলাদেশকে নাকানি-চুবানি খাওয়াচ্ছে প্রোটিয়ারা। প্রোটিয়া পেসার উইয়ান মুল্ডারের আঘাতে ২১ রান তুলতেই বাংলাদেশ হারিয়ে বসেছে টপ অর্ডারের তিন ব্যাটার সাদমান ইসলাম, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তকে।

দুই দলের একাদশ

বাংলাদেশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, ম্যাথিউ ব্রিটজকে, কাইল ভেরেইন (উইকেটরক্ষক), উয়ান মুল্ডার, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও ডেন পিট।

Nagad