সমালোচনার মুখে ফেসবুক ডিঅ্যাক্টিভেট করলেন সাদিয়া আয়মান
নাটক প্রমোশনের জন্য কৌশল অবলম্বন করায় ব্যাপক সমালোচনার মুখে ফেসবুক আইডি ডিএক্টিভেট করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান।
সম্প্রতি একটি নাটকের প্রশোমন ভিডিও নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। অভিযোগ ওঠে, তিনি ভক্ত-অনুরাগীদের আবেগ নিয়ে খেলেছেন।


ফেসুবকের ওেই লাইভে সাদিয়াকে কাঁদতে দেখা যায়। কেঁদে কেঁদে একটি ঘটনা জানান তিনি। পরে জানা যায়, সেটি ছিল নাটকের প্রমোশন। শুরু হয় বিতর্ক। তারই জেরে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন সাদিয়া। ফেসবুকে ঢুকে সার্চ দিলে তার নামের আইডিটি খুঁজে পাওয়া যাচ্ছে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে রবিউল ইসলাম নামে একজন লিখেছেন, “মানুষ কাকে বিশ্বাস করবে? সাদিয়া আয়মানের মতো বড় অভিনেত্রী এতো বড় ধোঁকা দিলো। আর আপনারা এতো রাতে তার লাইভ দেখে আবার আতঙ্কে তার জন্য চিন্তিত হচ্ছিলেন?”
সাদিয়া ইসলাম নামে আরেকজন লিখেছেন, “আপনার কি কমনসেন্সের অভাব? আপনি যদি কাজের প্রমোশন করবেন তাহলে লাইভ শেষে বলতে পারতেন। না বলে হুট করে কেটে দিলেন। মাঝ রাতে জাতির ইমোশন নিয়ে খেলার কি দরকার ছিল।”
আগে এই অভিনেত্রী একটি জাতীয় দৈনিকের এক বিনোদন সাংবাদিকের নামে বিনা অনুমতিতে ভিডিও শ্যুটের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ায় বিতর্কের কেন্দ্রে আসেন। যার জেরে ওই সাংবাদিক চাকরি হারিয়েছেন।
প্রসঙ্গত, সাদিয়া আয়মান টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি “তাকদীর” নামক ওয়েব সিরিজে অভিনয়ের জন্য বিশেষভাবে প্রশংসিত হন। পাশাপাশি তিনি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থেকেছেন।