বাংলাদেশের পেস ঝড়ে বিপদে আফগানিস্তান
একদিকে মুস্তাফিজুর রহমান, অন্যদিকে তাসকিন আহমেদ—দুই পেসারের দাপটে আফগানিস্তান ক্রিকেট দল শারজাহতে বিপদে পড়েছে। বাংলাদেশের পেসারদের তাণ্ডবে আফগানদের বড় জুটি গড়তে অসুবিধা হচ্ছে।
আফগানিস্তান আগে ব্যাট করতে নেমে ইনিংস শুরু করতে আসেন রহমানউল্লাহ গুরবাজ ও সিদিকুল্লাহ আতাল। গুরবাজ ব্যাট হাতে কিছুটা সুবিধা পেলেও, ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদের ফুলার লেংথে বল ড্রাইভ করতে গিয়ে মুশফিকুর রহিমের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরে যান। যাওয়ার আগে তার নামের পাশে ছিল ৫ রান।
এরপর দ্বিতীয় উইকেটে ব্যাটিংয়ে আসেন রহমত শাহ। তিনি চেষ্টা করেন আতালের সঙ্গে দলকে সুসংহত করতে, তবে বাংলাদেশের বোলিংয়ের সামনে বিপদ কাটানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ২৯ বছর পর ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টি-টোয়েন্টি ও টেস্টে খেললেও, ওয়ানডেতে দীর্ঘদিন পর মাঠে নেমেছে। আজ, ৬ নভেম্বর, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হচ্ছে।
টস হেরে বোলিংয়ে নেমে বাংলাদেশ শুরুর ধাক্কা দেন তাসকিন আহমেদ। আফগান ওপেনার গুরবাজ ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিনের অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মেরে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দেন। তার এই আউটের ফলে আফগানদের উদ্বোধনী জুটি ভেঙে যায় সাত রানে।
প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের শুরুটা ছিল উজ্জ্বল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের লক্ষ্য হলো জয়ের দিকেই নজর রাখা।