সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য সাকিব আল হাসানের সব ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এর আগে গত ২ অক্টোবর সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়। পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার জন্য তাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক হিসাবের সব তথ্য সংগ্রহ করে বিএফআইইউ।
বুধবার (৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমকে নিশ্চিত করেন যে, তদন্তের পর সরকারের নির্দেশে সাকিবের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
এ ঘটনায় জানা গেছে, সাকিব হয়তো আর বাংলাদেশের হয়ে খেলবেন না। একটি সূত্রে জানা যায়, তিনি আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবেন না। তিনি ইতিমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটে খেলার কথা থাকলেও ব্যাংক হিসাব জব্দের পর তিনি অভিমানে এখানেও অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিতে পারেন। যদিও তিনি এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি, তবে তার ঘনিষ্ঠ সূত্রে এমনটাই জানা গেছে।
এছাড়া নিরাপত্তা ঝুঁকি এবং সাম্প্রতিক জটিলতার কারণে সাকিবের বাংলাদেশে ফেরা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। এর ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম কিংসের হয়ে খেলার সম্ভাবনাও ক্ষীণ হয়ে গেছে।