অক্টোবরে বেড়েছে মূল্যস্ফীতি
সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে দেশের গড় ও খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। সেপ্টেম্বরের এক অঙ্কের মূল্যস্ফীতি থাকলেও অক্টোবরে বেড়ে তা দুই অঙ্কে দাঁড়িয়েছে।
আজ বৃহস্পতিবার মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বিবিএস’র হালনাগাদ তথ্যে জানানো হয়, সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৪০ শতাংশ। অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৬ শতাংশে। অর্থাৎ ১০০ টাকার খাদ্যপণ্যে ১২ টাকা ৬৬ পয়সা বেশি খরচ করতে হয়েছে ভোক্তাকে। এ ছাড়া গড় মূল্যস্ফীতি সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৭ শতাংশে।
অক্টোবরে গ্রামে গড় মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ২৬ শতাংশ এবং খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৭৫ শতাংশ। একই সময়ে শহরে গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪৪ শতাংশ এবং খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৫৩ শতাংশ। সেই হিসেবে মাসটিতে শহরের চেয়ে গ্রামে বেশি দামে পণ্য কিনতে হয়েছে ভোক্তাকে।