বাজারে স্বস্তি ফেরাতে কাজ করার অঙ্গীকার নতুন বাণিজ্য উপদেষ্টার
নতুন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বাজার স্থিতিশীল করতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, “মানুষের কষ্ট আমি বুঝি। ব্যবসায়ী হিসেবে আমার সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছি।”
আজ সোমবার (১১ নভেম্বর) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই অঙ্গীকার করেন।


সভায় তিনি আরও জানান, ছাত্র আন্দোলনের চেতনার প্রতি তার শ্রদ্ধা আছে এবং আন্দোলনকারীদের আবেগের সঙ্গে তার কোনো দ্বিমত নেই। তবে তাদের তথ্য সঠিক কি না তা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, “মুদ্রাস্ফীতির ফলে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। একজন শ্রমিকের জীবনমানেও প্রভাব পড়েছে। আমরা সম্মিলিতভাবে কাজ করব এবং ইনসাফের সঙ্গে চেষ্টা করব।” কর্মকর্তাদের তিনি অতিরিক্ত পরিশ্রম করার আহ্বান জানান এবং নিজেও পরিশ্রম করার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন সেখ বশির উদ্দিন। পরে তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তিনি।