আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারলো বাংলাদেশ
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত সিরিজ নিজেদের পক্ষে আনতে পারেনি বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও নির্ধারণী ম্যাচে ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশের বাজে ফিল্ডিং ও দুর্বল বোলিং। এদিন আফগানিস্তান ৫ উইকেটে জয়ী হয়ে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয়।
টস জিতে ব্যাট করতে নেমে ওপেনার সৌম্য সরকারের ২৪ রানের ইনিংস এবং মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদের গুরুত্বপূর্ণ ১৪৫ রানের জুটি বাংলাদেশকে কিছুটা শক্ত অবস্থান এনে দেয়। মিরাজ ৬৬ রান করেন, আর রিয়াদ শেষ বলে রান আউট হয়ে ৯৮ রানে থামেন। ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলতে পারে ২৪৪ রান। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আজমতুল্লাহ ওমরজাই।


২৪৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আফগান ওপেনার গুরবাজের সেঞ্চুরিতে জয়ের পথে এগিয়ে যায় আফগানিস্তান। গুরবাজ ১০১ রান করেন এবং তার সঙ্গী ওমরজাই অপরাজিত থেকে ৭০ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত আফগানিস্তান ১০ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৪/৮ (তানজিদ ১৯, সৌম্য ২৪, জাকির ৪, মিরাজ ৬৬, হৃদয় ৭, মাহমুদউল্লাহ ৯৮, জাকের ১, নাসুম ৫, শরিফুল ২*; ফারুকি ৭-০-৪১-০, গাজানফার ৭-০-৪৯-০, ওমারজাই ৭-০-৩৭-৪, নাবি ১০-২-৩৭-১ খারোটে ৯-০-৩৫-০, রাশিদ ১০-০-৪০-১)।
আফগানিস্তান: ৪৮.২ ওভারে ২৪৬/৫ (গুরবাজ ১০১, সেদিকউল্লাহ ১৪, রেহমাত ৮, শাহিদি ৬, ওমারজাই ৭০*, নাইব ১, নবি ৩৪*; শরিফুল ৮.২-০-৬১-০, নাহিদ ১০-১-৪০-২, নাসুম ১০-২-২৪-০, মুস্তাফিজ ৯-০-৫০-২, মিরাজ ১০-০-৫৬-১, সৌম্য ১-০-১২-০)।
ফল : ৫ উইকেটে জিতল আফগানিস্তান।