আজ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন
বাংলা সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা ফয়জুর রহমান আহমেদ ও মা আয়েশা ফয়েজের কোলে জন্ম নেওয়া হুমায়ূন আহমেদের ডাকনাম ছিল কাজল। ছোটবেলা থেকেই বিভিন্ন অঞ্চলের অভিজ্ঞতা তাঁকে সমৃদ্ধ করে, যা তাঁর লেখায় বারবার ফুটে উঠেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে এমএসসি সম্পন্ন করে শিক্ষকতা পেশায় যোগ দেন হুমায়ূন আহমেদ। পরে যুক্তরাষ্ট্রে পিএইচডি করে দেশে ফিরে আসেন এবং লেখালেখির পাশাপাশি নাটক, চলচ্চিত্র ও সংগীতচর্চায় নিজেকে ব্যাপৃত করেন।
প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়ে পাঠকদের হৃদয়ে জায়গা করে নেওয়া হুমায়ূন আহমেদের কালজয়ী রচনাগুলোর মধ্যে রয়েছে ‘শঙ্খনীল কারাগার’, ‘মধ্যাহ্ন’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মাতাল হাওয়া’, ‘বাদশা নামদার’। তাঁর সৃষ্ট চিরস্মরণীয় চরিত্রগুলোর মধ্যে হিমু, রুপা, মিসির আলী ও শুভ্র এখনো পাঠকদের মনে দাগ কেটে আছে।
‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’সহ তাঁর নাটকগুলোও টেলিভিশন পর্দায় ব্যাপক জনপ্রিয়তা পায়। চলচ্চিত্র জগতে ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘শ্যামল ছায়া’, ‘ঘেটুপুত্র কমলা’সহ একাধিক চলচ্চিত্র নির্মাণ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।
সাহিত্যের এই অপ্রতিদ্বন্দ্বী স্রষ্টা ২০১২ সালের ১৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় নিউ ইয়র্কে মৃত্যুবরণ করেন।