শিরীন শারমিন ও তার স্বামীর পাসপোর্ট আবেদন স্থগিত

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের পাসপোর্ট আবেদন স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর।

রোববার (১৭ নভেম্বর) পাসপোর্ট অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, শিরীন শারমিন চৌধুরী ও তার স্বামীর পাসপোর্ট আবেদনের কোন অগ্রগতি হয়নি।

এর আগে, ৫ নভেম্বর আত্মগোপনে থাকা অবস্থায় শিরীন শারমিনের পাসপোর্ট আবেদন নিয়ে সংবাদ প্রকাশিত হয়, যেখানে অভিযোগ ওঠে, হত্যা মামলার আসামি হয়েও বিশেষ সুবিধায় তার ফিঙ্গারপ্রিন্ট, ছবি ও চোখের আইরিশ নেওয়া হয়। পাসপোর্ট অফিসের কিছু কর্মকর্তার সঙ্গে এর সম্পর্ক রয়েছে বলে সন্দেহ প্রকাশ করা হয়।

এছাড়া, অভিযোগ রয়েছে যে, বেশ কিছু মামলার আসামি নেতাদেরও অনৈতিক সুবিধায় পাসপোর্ট দেওয়া হয়েছে।