সংবিধান সংস্কারে কমিশনের সঙ্গে বৈঠকে কমনওয়েলথ প্রতিনিধি দল

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৪

সংবিধান সংস্কার প্রক্রিয়ায় সমর্থন ও সহযোগিতা প্রদানের লক্ষ্যে কমনওয়েলথের প্রতিনিধি দল আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

কমনওয়েলথের সহকারী সেক্রেটারি জেনারেল লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেচির নেতৃত্বাধীন এই দলটি কমিশনের কার্যালয়ে বৈঠক করে। বৈঠকে অধ্যাপক আলী রীয়াজ কমিশনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেচি সংবিধান সংস্কার প্রক্রিয়ায় কমনওয়েলথের পূর্ণ সমর্থনের কথা জানিয়ে বলেন, “বাংলাদেশের সংবিধান সংস্কার কার্যক্রমে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”

অধ্যাপক রীয়াজ জানান, নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন করতে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমনওয়েলথের এশিয়া সুশাসন ও শান্তি বিষয়ক প্রধান ড. দিনুশা পণ্ডিতরত্ন, সুশাসনের প্রধান প্রফেসর মিশেল স্কোবি, লিগাল এডভাইজার ন্যান্সি কানাইগো এবং সহকারী গবেষণা কর্মকর্তা স্বার্থক রায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক সংস্থা বিভাগের পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুনও বৈঠকে উপস্থিত ছিলেন।

Nagad