ভারতসহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চায় জামায়াত: আমির
সমান মর্যাদা ও সম্মানের ভিত্তিতে ভারতসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমাদের আন্তর্জাতিক নীতি হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়।”
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।


জামায়াতের ভারত-বিরোধিতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন ভুল ব্যাখ্যা ছড়ানো হয়েছে। আমরা সমান মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতসহ সব প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখতে চাই।
সংগঠনকে কট্টরপন্থী আখ্যা দেওয়ার অভিযোগ নাকচ করে জামায়াত আমির বলেন, “জামায়াত একটি আধুনিক, উদার ও গণতান্ত্রিক দল। ইসলামের আদর্শে পরিচালিত হলেও এটি যুক্তিগ্রাহ্য ও মধ্যপন্থী রাজনৈতিক নীতিতে বিশ্বাসী।”
অন্তর্বর্তী সরকারের অধীনে সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “জামায়াতের সংখ্যালঘু বা সংখ্যাগুরুর তত্ত্বে বিশ্বাস নেই। আমরা প্রতিটি নাগরিককে সমান অধিকার ও মর্যাদায় দেখি। হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে এবং বিভিন্ন ইস্যুতে তাদের নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে।”
সরকারে এলে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তিনি বলেন, “ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন আমাদের অগ্রাধিকার। তবে তা হতে হবে সমতার ভিত্তিতে, উভয়ের জন্য উপকারী।”
আওয়ামী লীগ-বিএনপিকে বাদ দিয়ে জামায়াত ও অন্তর্বর্তী সরকারের মাধ্যমে নতুন শক্তির উত্থান প্রসঙ্গে তিনি বলেন, “এ ধারণার কোনো ভিত্তি নেই। আওয়ামী লীগ নিজেদের দুর্নীতি ও ফ্যাসিবাদী নীতির কারণেই জনসমর্থন হারিয়েছে। কোনো দলকে সরানোর উদ্দেশ্য আমাদের নেই।”