রাজধানীতে রিকশাচালকদের অবরোধ, ব্যাহত যান চলাচল
ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধের প্রতিবাদে রাজধানীতে টানা সড়ক অবরোধ করছেন রিকশাচালকরা। আজ রোববার (২৪ নভেম্বর) মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও জাতীয় প্রেসক্লাব এলাকায় তাদের অবস্থানের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অবরোধ এখনও চলছে।
জাতীয় প্রেসক্লাবের সামনে চালকরা ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়ে বক্তব্য দিচ্ছেন। দাবি আদায়ে গান-কবিতা পরিবেশনার পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহার ও রুট পারমিটের দাবি জানানো হচ্ছে।


মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার জানান, বেড়িবাঁধ চার রাস্তার মোড় ও ঢাকা উদ্যান এলাকায় চালকদের অবরোধে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
যাত্রাবাড়ীতেও একইভাবে সড়ক অবরোধ করেন চালকরা। ডিএমপির ওয়ারী ট্রাফিক বিভাগের এসি মো. আখতারুজ্জামান জানান, শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে পুলিশ কাজ করছে এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে।
এর আগে গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের সড়ক ও রেলপথ অবরোধ করেছেন চালকরা। উল্লেখ্য, হাইকোর্ট সম্প্রতি ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে তিন দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। তবে আন্দোলনকারীরা এ নির্দেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।