প্রথম আলো অফিসের সামনে ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪

সংগৃহীত ছবি

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো অফিসের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর একদল লোক প্রথম আলো অফিসে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের সরিয়ে দেয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে ২১ ও ২২ নভেম্বর একই স্থানে বিক্ষোভ হয়, যেখানে বিক্ষোভকারীরা প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে জুমার নামাজ আদায় করেছিলেন।