বানারীপাড়া: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রাকিবের লাশ উত্তোলন
বরিশালের বানারীপাড়ার জম্বুদ্বীপ গ্রামের পারিবারিক কবরস্থান থেকে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর দুই ঘটিকায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত রাকিব বেপারির (২০) লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমানের নেতৃত্বে ঢাকা থেকে আসা তদন্ত টিম এবং বানারীপাড়া থানার এসআই মোঃ নুরুল ইসলাম ও শফিকুল ইসলাম উপস্থিত থেকে এই কার্যক্রম পরিচালনা করেন।


রাকিব বেপারী ২১ জুলাই ঢাকা চিটাগাং রোডের সাইনবোর্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তবে তখন সরকারি চাপের কারণে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং জম্বুদ্বীপ গ্রামে দাফন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমান বলেন, “রাকিব বেপারী জুলাই গণঅভ্যুত্থানে নিহত হয়েছিল কিনা, তা নিশ্চিত করার জন্যই লাশটি উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার লাশ পুনরায় দাফন করা হবে।”
রাকিব বেপারী, যিনি সদ্য বিবাহিত ছিলেন, পারিবারিক কারণে নবম শ্রেণী পাস করার পর নারায়ণগঞ্জের বিসিক এলাকায় একটি গার্মেন্টসে চাকরি শুরু করেছিলেন। তিনি জম্বুদ্বীপ গ্রামের মোশাররফ বেপারী এবং রাশিদা বেগমের পুত্র।