নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে পুলিশ: আইজিপি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, “পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার বন্ধে সংস্কার কমিশন কাজ করছে। আমরা জনবান্ধব পুলিশ বাহিনী গড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। জনগণের সঙ্গে বিনয়ী আচরণ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল ভূমিকা রাখা আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর থেকে পুলিশ নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। নিরীহ মানুষ হয়রানি বা পাইকারি গ্রেপ্তার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রকৃত অপরাধী শনাক্তে তদন্ত চলছে।”

আইজিপি জানান, গণহত্যা ও গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দায়ের হওয়া মামলাগুলোতে পুলিশ সদস্যদের সংশ্লিষ্টতা নির্ধারণেও কাজ চলছে। নির্দোষ ব্যক্তিরা যাতে হয়রানির শিকার না হন, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

“নির্বাচন সামনে রেখে পুলিশের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়; বরং জনগণের আস্থা অর্জনও। সংস্কারের মাধ্যমে একটি মানবিক ও দায়িত্বশীল পুলিশ বাহিনী গড়ে তোলা আমাদের অগ্রাধিকার,” বলেন বাহারুল আলম।

Nagad

এসময় আইজিপি পুলিশের অভ্যন্তরীণ সংস্কার এবং জনসম্পৃক্ততা বৃদ্ধিতে নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়েও বিস্তারিত জানান।