এনআইডির নতুন মহাপরিচালক হলেন হুমায়ুন কবীর
জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন এ এস এম হুমায়ুন কবীর। তিনি ওএসডি হওয়া পূর্ববর্তী মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছেন।
এনআইডি অনুবিভাগের নতুন মহাপরিচালক নিয়োগের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়।


গত ৫ নভেম্বর নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হিসেবে হুমায়ুন কবীরকে নিয়োগ দেওয়া হয়। এর আগে, গত ৬ নভেম্বর মহাপরিচালক মো. মাহবুব আলম তালুকদারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত করা হয়।