জুয়েলারি ব্র্যান্ড জেসিএক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মিম
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম আবারও যুক্ত হলেন নতুন একটি ব্র্যান্ডের সঙ্গে। এবার তিনি চুক্তিবদ্ধ হয়েছেন জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড নামে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। সম্প্রতি এক আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে শুরু হয়েছে এই যাত্রা।
মিম বলেন, “মানুষের বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে সবসময় ভালো মানের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার চেষ্টা করি। জেসিএক্স তেমনই একটি প্রতিষ্ঠান। তাদের গহনার ডিজাইন আধুনিক উদ্ভাবন এবং ঐতিহ্যের মিশ্রণে তৈরি, যা একদিকে প্রকাশ করে ঐশ্বর্য, অন্যদিকে বলে ঐতিহ্যের গল্প। সবকিছু বিবেচনা করেই এই প্রতিষ্ঠানের সঙ্গে পথচলা শুরু করেছি। আশা করছি, এই যাত্রা দারুণ অভিজ্ঞতা হবে।”


জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ডের কর্ণধার মো. ইকবাল হোসেন চৌধুরী জানান, “আমাদের লক্ষ্য দেশের শীর্ষ বিলাসবহুল জুয়েলারি ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম হওয়া। আমরা গয়না শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করতে চাই, যেখানে গুণমান, পরিশীলিততা এবং শ্রেষ্ঠত্বের প্রতিনিধিত্ব থাকবে। আমরা আগামী প্রজন্মের জন্য আস্থা এবং বিলাসের প্রতীক হতে চাই।”
মিম ইতোমধ্যেই প্রতিষ্ঠানটির একটি বিজ্ঞাপনেও অংশ নিয়েছেন। বিজ্ঞাপনটি আজই প্রচারে আসবে বলে জানিয়েছেন তিনি।
সিনেমার পাশাপাশি কর্পোরেট জগতে জনপ্রিয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মিমের ক্রমবর্ধমান সাফল্যের তালিকায় এটি নতুন একটি সংযোজন।