আশুলিয়ায় ২৫ কারখানায় সাধারণ ছুটি, ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে আন্দোলন

সাভার সংবাদদাতা:সাভার সংবাদদাতা:
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪

সংগৃহীত ছবি

বার্ষিক ইনক্রিমেন্ট ৪ শতাংশ থেকে ১৫ শতাংশে উন্নীত করার দাবিতে আন্দোলন করছেন আশুলিয়ার পোশাক কারখানার শ্রমিকরা। তাদের কর্মবিরতির মুখে বুধবার (১১ ডিসেম্বর) অন্তত ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শ্রমিকরা জানান, সরকার ঘোষিত বার্ষিক ৪ শতাংশ ইনক্রিমেন্ট বৃদ্ধি তারা প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, এই হার ১৫ শতাংশ করতে হবে। অন্যথায় তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, আন্দোলনের অংশ হিসেবে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে স্টারলিং নামে একটি কারখানায় শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পাশাপাশি হামিম গ্রুপ, শারমিন, মেডলার, আল-মুসলিম এবং নেক্সট কালেকশনসহ আরও ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, আন্দোলনরত শ্রমিকরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Nagad