বিকেলে যৌথসভা ডেকেছে বিএনপি
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় যৌথসভা আহ্বান করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক, সদস্যসচিবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্যসচিবরা উপস্থিত থাকবেন।
যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে দলের অবস্থান নিয়ে বক্তব্য দেবেন।