সাংবাদিকদের জন্য বিপদজনক দেশের তালিকায় তৃতীয় বাংলাদেশ
২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন ৫৪ জন সাংবাদিক। এর মধ্যে বাংলাদেশে নিহত হয়েছেন পাঁচজন, যা দেশটিকে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপদজনক দেশের তালিকায় তৃতীয় স্থানে তুলে এনেছে। এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আরএসএফের বার্ষিক প্রতিবেদনের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক অবস্থানে রয়েছে ফিলিস্তিন, যেখানে নিহত হয়েছেন ১৬ জন। দ্বিতীয় স্থানে পাকিস্তান (সাতজন) এবং তৃতীয় স্থানে বাংলাদেশ ও মেক্সিকো (প্রতিটিতে পাঁচজন করে)।


২০২৩ সালে এই সংখ্যা ছিল ৪৫, যা ২০২৪ সালে বেড়ে ৫৪-এ পৌঁছেছে।
বিশ্বজুড়ে সাংবাদিকদের বিপন্নতা
আরএসএফের তথ্যমতে, এ বছর ৫৫ জন সাংবাদিক জিম্মি অবস্থায় রয়েছেন, যাদের মধ্যে ২৫ জন ইসলামিক স্টেটের (আইএস) হাতে আটক। এ ছাড়া, ৯৫ জন সাংবাদিক নিখোঁজ হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, ফিলিস্তিনে ১৬ জন সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের ভূমিকা রয়েছে। ইসরায়েলি বাহিনীর হাতে ১৮ জন সাংবাদিক নিহত হয়েছেন, যাদের ১৬ জন গাজায় এবং দুজন লেবাননে প্রাণ হারিয়েছেন।
আরএসএফ এই হত্যাযজ্ঞকে ‘নজিরবিহীন রক্তস্নান’ হিসেবে অভিহিত করেছে। তবে ইসরায়েলি সরকার সাংবাদিকদের ওপর ইচ্ছাকৃত হামলার অভিযোগ অস্বীকার করেছে। ইসরায়েলের মুখপাত্র ডেভিড মারসার দাবি করেন, সামরিক হামলায় সাংবাদিক নিহত হয়ে থাকতে পারেন, কিন্তু এটি পূর্বপরিকল্পিত ছিল না। তথ্যসূত্র:রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ), এএফপি