বাংলাদেশ দলে চমক: নাহিদ রানার টি-টোয়েন্টি অভিষেক

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্সের সাম্প্রতিক মন্তব্যের পর, পেসার নাহিদ রানাকে অবশেষে টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত করা হলো। এর আগে ওয়ানডে ও টেস্ট দলের অংশ ছিলেন তিনি, এবার টি-টোয়েন্টি দলে জায়গা পেলেন তরুণ এই পেসার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার (১৫ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে নাহিদ রানার দলে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। এর আগেই বিসিবি টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছিল, তবে ম্যাচের একদিন আগে তাকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নাহিদ রানার দলে অন্তর্ভুক্তির ফলে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের স্কোয়াডে কিছু পরিবর্তন হয়েছে। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটের কারণে দলের বাইরে থাকায়, লিটন দাসকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, তাওহিদ হোসেনও চোটের কারণে বাদ পড়েছেন। প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন পেসার রিপন মণ্ডলও।

আগামীকাল (১৬ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ, যার জন্য এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামিম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল ও নাহিদ রানা।

Nagad