রোহিঙ্গা সংকট সমাধানে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সহায়তা কামনা প্রধান উপদেষ্টার
রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের অন্যতম বড় সমস্যা হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই দীর্ঘস্থায়ী সংকটের সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের মাধ্যমে সম্ভব। ড. ইউনূস রোহিঙ্গা ইস্যু সমাধানে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সহায়তার কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, বাংলাদেশের অসংখ্য সংকটের মধ্যে রোহিঙ্গা ইস্যু একটি বড় ধরনের সমস্যা। দীর্ঘদিন ধরেই এ সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ। এবার এ সংকট সমাধানে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা সহায়তা করবেন বলে জানিয়েছেন।


রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস।
পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা ঢাকায় চারদিনের সফরে আসেন। এ সফরে তাকে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। তিনি বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন এবং সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
পরে প্রেসিডেন্ট হোর্তা বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজে (BIISS) ‘দ্যা চ্যালেঞ্জেস অফ পিস ইন দ্যা কনটেম্পোরারি ওয়ার্ল্ড’ শীর্ষক একটি বক্তৃতা দেবেন।