শেখ হাসিনার পতনের পর রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪

সংগৃহীত ছবি

শেখ হাসিনার পতন ও পলায়নের পর বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি বলেন, ‘প্রবাসীরা আমাদের দেশের গড়ার মূল চালিকাশক্তি। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে চলেছেন এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’ তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর রেমিট্যান্সের প্রবাহ পূর্ববর্তী সরকারের তুলনায় ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যার জন্য তিনি সকল প্রবাসীকে ধন্যবাদ জানান।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

পাসপোর্ট সেবা নিয়ে অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘পাসপোর্ট সমস্যা সমাধানে আমরা কাজ করছি এবং ১৫ ডিসেম্বর থেকে এমআরপি পাসপোর্ট চালু হয়েছে। এছাড়া, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রবাসীদের সুবিধার্থে নতুন কিছু উদ্যোগ নিয়েছে।’

আসিফ নজরুল বলেন, ‘অভিবাসন ব্যয় কমানোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এজেন্সিগুলোর প্রভাব। আমরা চেষ্টা করছি সাব এজেন্টদের অন্তর্ভুক্ত করতে এবং বায়রার প্রকৃত প্রতিনিধিত্বশীল কমিটি গঠন করতে।’

অভিবাসন ব্যয় কমানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ জানিয়ে আসিফ নজরুল বলেন, অভিবাসন ব্যয় কমানোর জন্য সবচেয়ে বড় ধাক্কা হলো এজেন্সি। গত সরকারের আমলে রিক্রুটিং এজেন্সিগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছিল। আমাদের সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড খুব বেশি। আমরা চেষ্টা করছি সাব এজেন্টগুলোকে নিয়ে আসা। আমরা চেষ্টা করছি বায়রার একটা প্রকৃত প্রতিনিধিত্বশীল কমিটি গঠন করা।

Nagad

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, আমাদের সৌদি আরব এবং ইউরোপের সঙ্গে চুক্তি হয়েছে দক্ষ শ্রমিক পাঠানোর ব্যাপারে। ইউরোপে আমাদের দক্ষ শ্রমিকের চাহিদা আছে। আমরা সেখানে দক্ষ শ্রমিক পাঠানোর চেষ্টা করব।