কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির ঘটনায় ৩ ডাকাত আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২৪

সংগৃহীত ছবি

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির ঘটনায় ব্যাংকটি ঘিরে ফেলেছিল সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন। সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ডাকাতির খবর পেয়ে স্থানীয়রা ব্যাংকের সামনে অবস্থান নেন এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটিকে ঘিরে ফেলেন।

এর আগে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন ডাকাতরা। একই সঙ্গে নিরাপদ প্রস্থানের দাবিও জানিয়েছেন তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আহ্বানে ডাকাতরা আত্মসমর্পণ করেন।

এরও আগে দুপুর ২টার দিকে ডাকাতদল ব্যাংকের ভেতরে প্রবেশ করে এবং কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে ফেলে। পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটিকে ঘেরাও করে রেখেছে এবং জিম্মিদের নিরাপদে উদ্ধারের জন্য চেষ্টা চালায়।