টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক তুরাগে, বিকল্প পথে চলার আহ্বান
গাজীপুরের টঙ্গীতে একটি পুরনো বেইলি ব্রিজ ভেঙে ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) যাত্রী ও চালকদের বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) ভোরে ট্রাকটি ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় এটি ভেঙে পড়ে।


গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে (সওজ) জানানো হয়েছে এবং তাদের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের অপেক্ষা করা হচ্ছে।
জিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, ‘সম্মানিত যাত্রীবৃন্দ, টঙ্গীস্থ বেইলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গেছে। যান চলাচলে বাধা সৃষ্টি হওয়ায় টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া-মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।’
এ ঘটনায় গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেএম শরিফুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
ব্রিজটি কেন ভেঙে পড়ল এবং এর মেরামত কতদিন লাগবে, সে বিষয়ে সওজ কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য এখনো জানায়নি।