‘ভোটে জিতে অনেকেই অঙ্গীকার ভুলে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনকালীন সময়ে এক শ্রেণির রাজনীতিক জনগণের কাছে ভোট প্রার্থনা ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন, তবে ক্ষমতায় গিয়ে তারা সেই অঙ্গীকার ভুলে নিজেদের স্বার্থে ব্যস্ত হয়ে পড়েন। তিনি বলেন, ‘সৎ ও আল্লাহভীরু লোকেরা বলেন, আমরা আপনাদের সেবা করতে চাই যদি আমাদের সে সুযোগ দেন।’
শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর শেওরাপাড়ায় মনিপুর স্কুলে স্থানীয়দের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান আরও বলেন, “নেতা নির্বাচনের সময় সততা, কর্তব্যনিষ্ঠা, আমানতদারিতা এবং তাকওয়া বিবেচনায় নিতে হবে।”


ডা. শফিকুর রহমান বলেন, যদি আমরা ভালো কাজ করি তাহলে সহযোগিতা করবেন। আর মন্দ কাজ করলে বিদায় করে দেবেন। তাই নেতা নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তির সততা, কর্তব্যনিষ্ঠা, আমানতদারিতা ও তাকওয়া বিবেচনায় নিতে হবে।
জামায়াতের আমির বলেন, আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, এ কথা পরখ করার জন্য যে কে সবচেয়ে বেশি নেক আমল করে। তাই দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তির জন্য সবাইকে নেক আমল ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
তিনি ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, “ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় যোগ্য নেতাদের নির্বাচিত করতে হবে, যারা প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং মানুষের কল্যাণে কাজ করবেন।”
অনুষ্ঠানে জামায়াতের নেতারা সুবিধাবঞ্চিত এক হাজার জনকে কম্বল উপহার দেন।
কাফরুল পশ্চিম থানা জামায়াতে ইসলামীর আমির আব্দুল মতিন খানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মাওলানা আতিক হাসান রায়হানের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড.মুহাম্মদ রেজাউল করিম।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা মুহিব্বুল্লাহ, মহানগরী কর্মপরিষদ সদস্য মুহাম্মদ শহিদুল্লাহ, শাহ আলম তুহিন প্রমুখ।।