অবশেষে ভারত-পাকিস্তান ম্যাচের চূড়ান্ত সূচি প্রকাশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটতে শুরু করেছে। আগেই জানা গিয়েছিল, ভারত পাকিস্তানে খেলতে যাবে না এবং টুর্নামেন্টটি হবে হাইব্রিড মডেলে। ভারতের সব ম্যাচ এবং সম্ভাব্য সেমিফাইনাল বা ফাইনাল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

সাম্প্রতিক একটি বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি এবং আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারাক ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত করেছেন। ঘোষণা অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি রোববার সংযুক্ত আরব আমিরাতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। যদিও নির্দিষ্ট ভেন্যুর নাম এখনো প্রকাশ করা হয়নি।

পিসিবি মুখপাত্র আমির মীর জানিয়েছেন, ‘পিসিবি নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছে।’

আগেই জানা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৯ মার্চ। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের করাচি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। ভারত-পাকিস্তান ম্যাচের জন্য দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে।

প্রাথমিক সূচি অনুযায়ী, রাওয়ালপিন্ডি ও করাচিতে হবে তিনটি করে ম্যাচ। লাহোরে অনুষ্ঠিত হবে একটি সেমিফাইনাল ও ফাইনালসহ পাঁচটি ম্যাচ। নিরপেক্ষ ভেন্যুতে হবে ভারত-পাকিস্তান ম্যাচসহ তিনটি খেলা।

প্রথম সেমিফাইনাল নির্ধারিত ৪ মার্চ, দ্বিতীয়টি ৫ মার্চ। ভারত ফাইনালে পৌঁছালে সেটিও নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৯ মার্চ। দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

Nagad