বই পৌঁছাতে এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবই নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ও অন্যান্য ছুটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এনসিটিবি সচিব শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌস স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।


অফিস আদেশে বলা হয়, ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের মনিটরিং কার্যক্রম একটি জাতীয় গুরুত্বপূর্ণ কাজ। এ কারণে এনসিটিবি ও সেসিপ প্রকল্পের অধীন সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
প্রতি বছর ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়। তবে এ বছর রাজনৈতিক অস্থিরতার কারণে বই ছাপানোর কাজ যথাসময়ে শুরু করা সম্ভব হয়নি। এতে বই বিতরণ কার্যক্রম নিয়ে শঙ্কা তৈরি হলেও এনসিটিবি জানায়, নির্ধারিত সময়েই কাজ শেষ করতে তারা নিরলসভাবে কাজ করছে।
এ বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান বলেন, “ছুটি বাতিলের সিদ্ধান্ত অফিসিয়ালভাবে জানানো হয়েছে। আসন্ন শিক্ষাবর্ষের বই বিতরণে কোনো বিলম্ব যাতে না হয়, সেজন্য আমরা সবাই অতিরিক্ত সময় কাজ করছি। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও অফিস চালু রাখা হয়েছে।”
তিনি আরও বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো সম্ভব হবে বলে আমরা আশাবাদী।”
বর্তমানে এনসিটিবি চেয়ারম্যান থেকে শুরু করে সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।