সচিবালয় অগ্নিকাণ্ড: তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে কমিটি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪

রাজধানীর সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত করে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

রিজওয়ানা হাসান বলেন, “সরকার সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এটি আমাদের জাতীয় নিরাপত্তার বিষয় এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথির সুরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট। স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে।”

তিনি আরও জানান, কমিটি গঠনের সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি সভায় নেওয়া হয়েছে। কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, পুলিশের আইজিপি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, সশস্ত্র বাহিনীর একজন ফায়ার বিশেষজ্ঞ এবং বুয়েটের তিনজন বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রধান করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোহাম্মদ খালেদ রহীমকে।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব বা এর ওপরের প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিনিধি।

তদন্ত কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, কারও ব্যক্তিগত বা পেশাগত গাফিলতি আছে কি না তা নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Nagad