ব্রহ্মপুত্রের বৃহত্তম বাঁধ নির্মাণের পরিকল্পনা চীনের, শঙ্কায় বাংলাদেশ-ভারত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪

জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ব্রহ্মপুত্র নদের উজানে তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণের অনুমোদন দিয়েছে চীন। পরিকল্পনা বাস্তবায়িত হলে বিদ্যুৎ উৎপাদনে এটি মধ্য চীনের বর্তমান বৃহত্তম থ্রি গর্জেস ড্যামকে তিনগুণ ছাড়িয়ে যাবে। তবে বাঁধটি নির্মাণের ফলে ভাটির দেশ ভারত ও বাংলাদেশে পানির প্রবাহ কমে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, এই প্রকল্প ভারত ও বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হতে পারে। তিব্বতের মালভূমিতে নদীর প্রবাহপথ পরিবর্তন করে এটি স্থানীয় বাস্তুতন্ত্রসহ দুই দেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন জানিয়েছে, বাঁধটি বছরে ৩০০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করবে।

চীনা বার্তা সংস্থা সিনহুয়া বলছে, প্রকল্পটি চীনের কার্বন নিঃসরণ কমাতে এবং কার্বন নিরপেক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি দেশের প্রকৌশল ও শিল্পখাতকে উন্নীত করার পাশাপাশি তিব্বতে কর্মসংস্থানও সৃষ্টি করবে।

ইয়ারলুং জ্যাংবো নদীর একটি স্থানে মাত্র ৫০ কিলোমিটারের ব্যবধানে ২,০০০ মিটার নীচে নেমে যাওয়ায় জলবিদ্যুৎ বাঁধের জন্য এ অঞ্চলকে আদর্শ স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে।

চীনা কর্তৃপক্ষ এখনো প্রকল্প বাস্তবায়নে কতজন বাস্তুচ্যুত হবে এবং এর পরিবেশগত প্রভাব সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তবে এর আগে থ্রি গর্জেস ড্যাম নির্মাণের সময় ১৪ লাখ মানুষকে পুনর্বাসন করতে হয়েছিল।

Nagad