আমলাতন্ত্র নির্ভর ফ্যাসিজম প্রতিষ্ঠিত হয়েছে: তথ্য উপদেষ্টা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, “আমলাতন্ত্র নির্ভর করে ফ্যাসিজম প্রতিষ্ঠিত হয়েছে। আমরা স্বীকার করছি যে সরকারের অনেক সীমাবদ্ধতা রয়েছে, এবং সেখান থেকে উত্তরণের উপায় নিয়ে কাজ করছি।”

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্র সংস্কারের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “বহু আগে থেকেই বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলো যে সংস্কারের কথা বলেছিল, সেই ধারাবাহিকতায় আমরা এই সরকারের পক্ষ থেকেও সংস্কারের কথা বলছি।”

ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করতে হবে। বিগত সরকার পরিবর্তনের জন্য গণঅভ্যুত্থানের প্রয়োজন ছিল। তবে এখন এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে সহিংসতা বা প্রতিহিংসার রাজনীতি ফিরে না আসে। ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে আমাদের ঐক্যমত্যে পৌঁছানো জরুরি।”

পার্শ্ববর্তী দেশের প্রভাব উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, “আমাদের দেশে পাশের দেশের ইঞ্জিনিয়ারিং অনেক ক্ষেত্রেই প্রতিফলিত হয়েছে। আমাদের জন্য একক বৈদেশিক নীতির প্রয়োজন। একইসঙ্গে জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে।”

তিনি আরও বলেন, “বৈদেশিক নীতিতে ঐক্যের অভাব দূর করতে হবে এবং দেশের স্বার্থরক্ষায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্তরে সঠিক অবস্থান নিশ্চিত করতে হবে।”

Nagad