শেখ হাসিনার গ্রাফিতি ‘ঘৃণাস্তম্ভ’ হিসেবে ঘোষণা করা হবে: প্রেস সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

মেট্রোরেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার চেষ্টা প্রতিহত করেন শিক্ষার্থীরা। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গ্রাফিতিকে ‘ঘৃণাস্তম্ভ’ হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

রোববার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলার বিষয়ে প্রশ্নের উত্তরে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, একটি ভুল বোঝাবুঝির কারণে গ্রাফিতিটি মুছে ফেলা হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করে জানিয়েছে, শিগগিরই গ্রাফিতিটি নতুনভাবে পুনঃস্থাপন করা হবে।

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শেখ হাসিনার গ্রাফিতি এবং জুলাই বিপ্লবের স্মৃতি স্মারকগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হবে। এগুলো বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গুরুত্ব পাবে।”

এই উদ্যোগকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহল থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে।

Nagad