বিপিএলের সূচিতে হঠাৎ পরিবর্তন, ম্যাচ শুরুতে পরিবর্তন আনলো বিসিবি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু হতে যাচ্ছে আজ সোমবার দুপুর দেড়টায়। তবে আসর শুরুর আগেই সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, মঙ্গলবারের (৩১ ডিসেম্বর) দুটি ম্যাচের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, প্রথম ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর দেড়টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায়। নতুন সূচি অনুযায়ী, মঙ্গলবার প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়, আর দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে বিকেল ৫টায়।

সূচি পরিবর্তনের কারণ হিসেবে বিসিবি জানিয়েছে, ওই দিন রাজধানীতে যানজট এবং থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তাজনিত বিধিনিষেধের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, মঙ্গলবারের টিকিট সংগ্রহে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। যেহেতু ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে, তাই এদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোর সংলগ্ন জাতীয় সুইমিং কমপ্লেক্স থেকে টিকিট পাওয়া যাবে। অন্যান্য দিনের টিকিট মধুমতি ব্যাংকের নির্ধারিত ৭টি শাখায় পাওয়া যাবে।

পরিবর্তিত সূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। দ্বিতীয় ম্যাচে বিকেল ৫টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স।

বিপিএল-ভক্তদের এই পরিবর্তিত সময়সূচি অনুযায়ী খেলা দেখার প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে বিসিবি।

Nagad