বিদায়ী বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল ৬ হাজারের বেশি, আহত প্রায় ৩৭ হাজার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪

বিদায়ী বছরে (২০২৪) সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৪৪৪ জন। এ বছর ছোট-বড় ৩৮ হাজার ৫৪০টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩৭ হাজার ১১৩ জন।

সোমবার (৩০ ডিসেম্বর) ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সেভ দ্য রোডের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংগঠনের মহাসচিব শান্তা ফারজানা জানান, যানবাহনের বিশৃঙ্খল চলাচল ও ট্রাফিক আইন না মানার কারণেই এই দুর্ঘটনাগুলো ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়, রাইড শেয়ারিং, বাইক লেনের অভাব এবং দ্রুতগতি সম্পন্ন ৩৫০ সিসি মোটরসাইকেলের কারণে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়েছে। এ বছর মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ১০ হাজার ৯৮১টি। এতে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৩০৩ জন এবং আহত হয়েছেন ৯ হাজার ৮৬৬ জন।

ট্রাক দুর্ঘটনা ঘটেছে ৮ হাজার ৩১৩টি। এতে নিহত হয়েছেন ১ হাজার ৩১৬ জন এবং আহত হয়েছেন ৬ হাজার ৯৫০ জন। বাস দুর্ঘটনা ঘটেছে ৯ হাজার ৪৩৯টি, যেখানে নিহত হয়েছেন ২ হাজার ২৮ জন এবং আহত হয়েছেন ৯ হাজার ২৯১ জন।

তিন চাকার যানবাহন নাসিমন, করিমনসহ অন্যান্য অবৈধ বাহনে ঘটেছে ৯ হাজার ৮০৭টি দুর্ঘটনা। এতে নিহত হয়েছেন ১ হাজার ৭৯৭ জন এবং আহত হয়েছেন ১১ হাজার ২৪ জন।

নৌপথে এই বছরে ১ হাজার ৭১১টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১২ জন। রেলপথে ১ হাজার ৮০৬টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৪ জন এবং আহত হয়েছেন ১ হাজার ১৭৬ জন।

Nagad

এছাড়া চট্টগ্রামে একটি যুদ্ধবিমান দুর্ঘটনায় বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ শাহাদাত বরণ করেন।

সেভ দ্য রোড জানায়, সড়কপথে বিশৃঙ্খলা রোধে নিয়মিত প্রতিবেদন ও সচেতনতা ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হলেও দুর্ঘটনা কমেনি। নির্ধারিত গতিসীমা মানা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং সঠিকভাবে ট্রাফিক আইন অনুসরণ করাই দুর্ঘটনা রোধের একমাত্র উপায় বলে মনে করছে সংগঠনটি।